মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ কেয়াবন এলাকায় বস্তার ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা সহ মিয়ানমারের ৫ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আটক সকলে মিয়ানমারের নাগরিক।
বৃহস্পতিবার রাতে ছেড়াদ্বীপ কেয়াবন এলাকা থেকে ইয়াবাসহ তাদের উদ্ধার করা হয়। শুক্রবার এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,সমুদ্র পথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিন ছেড়া দ্বীপ সংলগ্ন এলাকা দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সাদ মোহাম্মদ তাইম (এক্স) বিএন এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা অভিযানে যায়। অভিযানচলাকালীন সময় ছেড়াদ্বীপ এলাকার দক্ষিণ -পশ্চিম দিকে কয়েকজন লোক বোট থেকে নেমে একটি বস্তা নিয়ে কেয়া বনের দিকে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামতে বলে। অপর বোটে থাকা ২-৩জন লোক কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলটি ছুড়তে থাকে পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা বনের ভেতর পালিয়ে যাওয়া লোকদের পেছনে ধাওয়া করে একটি বস্তাসহ ৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করতে সক্ষম হয়। পরে বস্তার ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply