শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১ পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’ রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক টেকনাফের পাহাড়ে জেল ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে সর্বোচ্চ ডাককারি স্থল বন্দরের বিশিষ্ট আমদানি ও রপ্তানি কারক সিআইপি ওমর ফারুক টেকনাফের নিকটবর্তী মিয়ানমারের ‘লালদিয়া’ নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দর ও আশে-পাশের এলাকায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদ হত্যা মামলায় গ্রেপ্তার

কক্সবাজারের ২ পৌরসভা ও ১৫ ইউপি নির্বাচন : ৫৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

লোকমান হাকিম : কক্সবাজারের দুই পৌরসভা ও পনের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবার (২৪ মার্চ) নিজেদের দাখিলকৃত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা পদের ৫৭ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ১ জন, কাউন্সিলর পদে ৭ জন, চেয়ারম্যান পদে ১২ জন, মেম্বার পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

অপরদিকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আজ (২৫ মার্চ) প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আগামী ১১ এপ্রিল চকরিয়া ও মহেশখালী পৌরসভাসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যে জানা যায়, মহেশখালী পৌরসভায় মেয়র পদপ্রার্থী যুবলীগের সাবেক উপজেলা সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ৩১ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রত্যাহার করেছেন ৪ জন। এরা হলেন, ৪নং ওয়ার্ড উতেমি ও ওচেন্তে, ৩নং ওয়ার্ড আব্দু শুক্কুর, ৫নং ওয়ার্ড আজিজুল হক। তবে ১১ নারী কাউন্সিলর প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।

চকরিয়া পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে ৬৮ প্রার্থীর মধ্যে কাউন্সিলর পদে ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের ফরিদুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম।

এর আগে মনোনয়ন বাতিল হওয়া মেয়র পদে জাতীয় পার্টির মনোয়ার আলম তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। একইভাবে কাউন্সিলর পদে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন।

এই পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে ৬৮ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করবেন। মেয়র পদে ৪ জন, নারী কাউন্সিলর পদে ১৪ জন ও সাধারণ ওয়ার্ডে ৫০ জন প্রার্থী রয়েছে।

মহেশখালীর হোয়ানক ইউপির ১৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ প্রার্থী মনোনায়ন প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ সালাউদ্দিন, আনচারুল করিম, মোহাম্মদ ফিরোজ ওয়াহিদ ও আব্দুল মতিন। মেম্বারপদে ৬৩ জনের মধ্যে প্রত্যাহার করেছেন ২ জন। সংরক্ষিত মহিলা পদে ১৪ প্রার্থীর কেউ মনোনয়ন প্রতাহার করেনি।

মাতারবাড়ি ইউপিতে ১১ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. হারুন মুজিবুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন। মেম্বারপদে ৬২ জনের মধ্যে প্রত্যাহার করেছেন দুইজন। সংরক্ষিত মহিলা পদে ১৯ প্রার্থীর কেউ মনোনয়ন প্রতাহার করেনি।

কুতুবজোমে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর কেউ প্রত্যাহার করেনি। এই ইউনিয়নে ৬২ মেম্বার প্রার্থীর মধ্যে শুধুমাত্র একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। অপরদিকে সংরক্ষিত মহিলা পদে ১০ প্রার্থীর কেউ মনোনয়ন প্রতাহার করেনি।

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউপতে ৪ চেয়ারম্যান প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। মেম্বার পদে প্রার্থী হয়েছেন ৪৩ জন। শুধুমাত্র একজন প্রার্থী প্রত্যাহার করেছেন। সংরক্ষিত মহিলা পদে ১২ প্রার্থীর কেউ মনোনয়ন প্রতাহার করেনি।

বড়ঘোপে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সাবের আহমদ নামের এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৩৮ মেম্বার পদে প্রত্যাহার করেছেন দুইজন। সংরক্ষিত মহিলা পদে ১১ প্রার্থীর কেউ মনোনয়ন প্রতাহার করেনি।

দক্ষিণ ধুরুং ইউপিতে ৫ চেয়ারম্যান ও ৩২ মেম্বার প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। একই চিত্র কৈয়ারবিল ইউপিতেও। ৬ চেয়ারম্যান, ৩০ মেম্বার ও ১০ সংরক্ষিত মহিলা মেম্বার পদে কোন প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করেনি।

লেমশীখালী ইউপিতে ৮ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রমিজ আহমদ কুতুবি মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৪২ মেম্বার প্রার্থীর মধ্যে প্রত্যাহার করেছেন ১ জন। ১৪ সংরক্ষিত মহিলা মেম্বার পদে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি।

উত্তর ধুরুং ইউপিতে ৬ চেয়ারম্যান, ৪২ মেম্বার ও মহিলা মেম্বার পদে ১৭ প্রার্থীই কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি।

পেকুয়া উপজেলার টইটং ইউপিতে ৮ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাহাদাৎ হোসাইন মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৪২ মেম্বার প্রার্থীর মধ্যে প্রত্যাহার করেছেন ৬ জন। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ প্রার্থীর কেউই প্রত্যাহার করেনি।

টেকনাফ উপজেলার হ্নীলায় ৪ চেয়ারম্যান প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি। ৯১ জন মেম্বার প্রার্থীর মধ্যে ৪ জন এবং সংরক্ষিত ১৬ মহিলা মেম্বার প্রার্থীর একজন প্রত্যাহার মনোনয়ন করেছেন।

সাবরাং ইউপিতে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সুলতান আহমদ ও মোঃ ঈসমাইল। এছাড়া মেম্বার পদে ৯১ জনের মধ্যে ৪ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৭ প্রার্থীর কেউই প্রত্যাহার করেনি।

সেন্টমার্টিন ইউনিয়নে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. কেফায়েত উল্লাহ মনোনয়ন প্রত্যাহার করেছেন। মেম্বার পদে ২৮ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯ প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।

টেকনাফ সদর ইউনিয়নে ১২ চেয়ারম্যান প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ৫৯ মেম্বার প্রার্থীর মধ্যে ৩ প্রত্যাহার করেছে। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।

হোয়াইক্যং ইউপিতে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া মেম্বার পদে ১১৪ প্রার্থীর মধ্যে ৭ জন এবং সংরক্ষিত মহিলা পদে ২৬ প্রার্থীর মধ্যে দুইজন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888