শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনার পেছনে কারও যদি দোষত্রুটি পাওয়া যায়, কেউ যদি কর্তব্যে অবহেলা থাকে বা কারও দুরভিসন্ধি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
দুপুর পৌনে ২ টার দিকে মন্ত্রী হেলিকপ্টারযোগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। ক্যাম্প এক্সটেনশন-৪ এর হেলিপ্যাডে অবতরণের পর তিনি আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি র্যাবের তত্বাবধানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে পোশাক বিতরণ করেন।
এসময় মন্ত্রীর সাথে ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ক্ষতিগ্রস্তরা চাইলে ভাসানচরে যাওয়ার ব্যবস্থা করে দেবে সরকার। রোহিঙ্গাদের দ্রুততম সময়ে তাদের নিজদেশ মিয়ানমারে ফিরে যেতে প্রধানমন্ত্রী বিশ্বের সবদেশের সহায়তা চেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
.coxsbazartimes.com
Leave a Reply