শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে নতুন করে এক রোহিঙ্গাসহ ১৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৭৫ জনে; এদের মধ্যে ৪৪১ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে।
শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
ডা. অনুপম বলেন, শুক্রবার কক্সবাজার জেলার ৮ উপজেলার পাশাপাশি ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববর্তী বান্দরবান জেলা ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা থেকে মোট ৩৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে এক রোহিঙ্গাসহ ১৭ জন নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। অন্য ৩৫৭ জনের করোনা নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।
“ নতুন আক্রান্ত ১৭ জনের সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১১ জন, রামু উপজেলার ৩ জন, উখিয়া উপজেলার ১ জন এবং টেকনাফ উপজেলার ১ জন বাসিন্দা। এছাড়া ১ জন রোহিঙ্গা নাগরিকও নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ”
এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৭৫ জনে এবং এদের মধ্যে ৪৪১ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানান ডা. অনুপম।
জেলা সিভিল সার্জন অফিসের প্রাপ্ত তথ্য মতে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২ জনের। এদের মধ্যে ৭৩ জন স্থানীয় বাসিন্দা এবং অন্য ৯ জন রোহিঙ্গা নাগরিক।
.coxsbazartimes.com
Leave a Reply