শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ‘মুক্তিযুদ্ধের ঐক্য’ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ঘোষিত ৩ টি স্থানের কর্মসূচি কাল ২১ মার্চ রোববার শুরু হবে। কক্সবাজার শহরের এতিহ্যবাহি পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দান রোববার সন্ধ্যা ৬ টায় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের ঐক্যের কেন্দ্রিয় আহবায়ক মেজর (অব:) এএসএম শামসুল আরেফিন।
এতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, বাংলাদেশ আওয়ামীলীগে কেন্দ্রিয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
আলোচনা সভা শেষে আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের নাটক মঞ্চায়ন করা হবে। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ মার্চ ঈদগাঁও স্টেশন এবং ৩০ মার্চ রামু চৌমুহনী স্টেশনে একই অনুষ্ঠান মালা থাকছে।
মুক্তিযুদ্ধের ঐক্য কক্সবাজার জেলা শাখার তিন স্থানের কর্মসূচিতে সংগঠণের সদস্য, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী সকল শ্রেণী পেশার মানুষ, নতুন প্রজন্মদের অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন সংগঠণের আহবায়ক মো. নজিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক শামসুল আলম মন্ডল, উজ্জ্বল কর, মাহবুবুর রহমান মাবু এবং সদস্য সচিব মাহমুদুল করিম মাদু।
.coxsbazartimes.com
Leave a Reply