রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার ৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২ সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয় ৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

কক্সবাজারে করোনা আক্রান্তের হার উর্ধ্বমুখি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে করোনা ভাইরাসের সংক্রমণের হার উর্ধ্বগতির ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৭ জন।

যা গত এক মাসের গড় প্রতিদিনের হারের চাইতে বেশী। এতে গড়ে প্রতিদিন আক্রান্ততের ছিল ৭ শতাংশের কম।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, শুক্রবার কক্সবাজার জেলায় নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার কক্সবাজার জেলার ৮ উপজেলার পাশাপাশি ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববর্তী বান্দরবান জেলা ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা থেকে মোট ৩৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৭ জন নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। অন্য ৩৬৯ জনের করোনা নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

“ নতুন আক্রান্ত ৭ জনের সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। এদের ৪ কক্সবাজার সদর উপজেলা এবং ৩ মহেশখালী উপজেলার বাসিন্দা। ”

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৫৮ জনে এবং এদের মধ্যে ৪৪০ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানান ডা. অনুপম।

জেলা সিভিল সার্জন অফিসের প্রাপ্ত তথ্য মতে, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২ জনের। এদের মধ্যে ৭৩ জন স্থানীয় বাসিন্দা এবং অন্য ৯ জন রোহিঙ্গা নাগরিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888