শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ‘মুক্তিযুদ্ধের ঐক্য’ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৩ টি স্থানে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যেখানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের নাটক মঞ্চায়ন করা হবে। আগামী ২১ মার্চ কক্সবাজার শহরের এতিহ্যবাহি পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দান, ২৩ মার্চ ঈদগাঁও স্টেশন এবং ৩০ মার্চ রামু চৌমুহনী স্টেশনে এ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা পরিষদ মিলনয়াতনে অনুষ্ঠিত এক সভা ৩ স্থানের এ কর্মসূচি ঘোষণা করে সংগঠণের সভাপতি মো. নজিবুল ইসলাম।
তিনি জানান, আগামী ২১ মার্চ কক্সবাজার শহরের এতিহ্যবাহি পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানের কর্মসূচি প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। ওই দিন উদ্বোধক থাকবেন, মুক্তিযুদ্ধের ঐক্যের কেন্দ্রিয় আহবায়ক মেজর (অব:) এএসএম শামসুল আরেফিন। বিশেষ অতিথি থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, বাংলাদেশ আওয়ামীলীগে কেন্দ্রিয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
২৩ মার্চ ঈদগাঁও স্টেশনের কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিশেষ অতিথি থাকবেন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক।
৩০ মার্চ রামু চৌমুহনী স্টেশনের কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি থাকবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কামরুল হাসান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ আওয়ামীলীগের জেলা সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।
মুক্তিযুদ্ধের ঐক্য কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল করিম মাদুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠণের যুগ্ম আহবায়ক শামসুল আলম মন্ডল, উজ্জ্বল কর, মাহবুবুর রহমান মাবু, সদস্য মুজিবুর রহমান, টিপু সোলতান চেয়ারম্যান, শাহ নেওয়াজ চৌধুরী, ইয়াহিয়া খান, সাহেল আলী, নুরুল হক, সাংবাদিক নুপা আলম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে ডা. পরিমল দাশ, মিজানুর রহমান, আরমানুল আজিম, জহিরুল কাদের, নাসির উদ্দিন, নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম ডালিম, জাফর আলম, দীপক দাশ, আবু আহম্মদ, তাজ উদ্দিন, হাবিব উল্লাহ, সেলিম ওয়াজেদ, জিয়া উদ্দিন চৌধুরী, মো. ইলিয়াছ, সোহেল রানা, আমির উদ্দিন, সাংবাদিকদের মধ্যে দীপক শর্মা দীপু, শফি উল্লাহ শফি, শংকর বড়ুয়া রুমি, আহসান সুমন, সুজাউদ্দিন রুবেল, কামরুল ইসলাম মিন্টু, শাহনিয়াজ, মনতোষ বেদজ্ঞ, তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply