বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধুর নামে মেরিন ড্রাইভের নামকরণ দাবি : মুনতাসীর মামুন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সৈকত ঘেঁষে মনোরম মেরিন ড্রাইভকে বঙ্গবন্ধু মেরিন ড্রাইভ নামকরণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ গবেষক ও ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন। কক্সবাজারের কলাতলী মোড়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিমার্ণে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে তিনি এই দাবি তোলেন।

তিনি বলেন, মেরিন ড্রাইভে প্রবেশ মোড়ে ভাষ্কর্য স্থাপনের পাশাপাশি দীর্ঘতম মেরিন ড্রাইভও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর নামে করা হোক। আর এই ২ টি দাবিতে ধারাবাহিকভাবে সাংবাদিকদের আন্দোলন করার আহবানও জানান তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি উপস্থাপন করেন।

কক্সবাজার প্রেসক্লাবে বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ গবেষক ও ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আলোচনা এবং লেখা-লেখি হচ্ছে। কিন্তু সব লেখা দেখা যায় একই রকমের। যেখানে কোন পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় না। কিন্তু শেখ হাসিনার ছয় খন্ড এবং তিন খন্ডের বঙ্গবন্ধুর আত্মজীবনী বের হওয়ার পর নতুন করে গবেষণার তথ্য পাওয়া যাচ্ছে।

কেন তাকে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হচ্ছে এবং কেন তাকে স্মরণ করা জরুরী এমন প্রশ্ন তুলে তিনি বলেছেন, একটা বিষয় পরিষ্কার তিনি বাংলাদেশের কথা ভেবেছেন পঞ্চাশ শতক থেকে যে লক্ষ্য থেকে তিনি কখনো বিচ্যূত হননি। লক্ষ্য পূরণে তিনি কখনো আপোষ করেননি। বঙ্গবন্ধু ২ টি প্রশ্নে কখনো আপোষ করেননি। একটি হচ্ছে সমাজতন্ত্রের প্রশ্নে, আরেকটি হচ্ছে ধর্ম নিরেপক্ষতার প্রশ্নে। তাই বঙ্গবন্ধুকে ভালোবাসলে সকলকে এই ২ টি বিষয়কে মেনে চলতে হবে।

শেখ হাসিনার বর্তমান উন্নয়ন প্রসঙ্গে ড. মুনতাসীর মামুন বলেন, এমন বাংলাদেশ আমি প্রত্যাশা করিনি। এমন উন্নয়নে বাংলাদেশ যাবে তাও অবিশ্বাস যোগ্য ছিল। হত দরিদ্রের ঘর উপহার যেন বিশ্বের অন্যতম এক ঘটনা। এখন যে উন্নয়ন তা আরো বেশি এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাঁর।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, শহীদ পরিবারের সন্তান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের প্রজন্মের জন্য দরকার। তাই তিনি জাতির ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সঠিক তথ্য তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিস্ট সাংবাদিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম। আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888