শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে দুই লাখ আশি হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড; এসময় পাচারকাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে।
বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট সালেহ আকরাম।
তবে পাচারকারিরা এসময় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
লেফটেন্যান্ট সালেহ আকরাম বলেন, বুধবার ভোর রাতে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার বড় একটি পাচার হয়ে আসার খবরে কোস্টগার্ডের একটি দল শাহপরীরদ্বীপে অবস্থান নেয়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে ইঞ্জিন চালিত নৌকা আসতে দেখে কোস্টগার্ডের সদস্যরা টর্চের আলো ফেলে থামার জন্য নির্দেশ দেন।
“ এসময় শাহপরীরদ্বীপ সংলগ্ন সমুদ্র তীরে নৌকাটি ফেলে রেখে লোকজন প্যারাবনের ভিতর দিয়ে পালিয়ে যায়। এতে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে নৌকাটি তল্লাশী করে ২ টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ২ লাখ ৮০ হাজার ইয়াবা। ”
উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
.coxsbazartimes.com
Leave a Reply