শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে অপহৃত এক শিশুকে দুইদিন পর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
কক্সবাজার ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়েছে।
অপহৃত শাহিনা আক্তার আখি (৭) কক্সবাজার শহরের এসএম পাড়ার মোহাম্মদ হোসেনের মেয়ে।
তার পরিবার কক্সবাজার শহরের কলাতলি এলাকার মডেল হ্যাচারীর সামনে জনৈক নাছিরের বাসায় ভাড়া থাকত।
এপিবিএন জানিয়েছে, উদ্ধার হওয়া শিশু শাহিনা আক্তার আখি’র পরিবারের লোকজনও রোহিঙ্গা নাগরিক। তারা দীর্ঘদিন আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজার শহরে বসবাস করে আসছিল।
স্বজনদের বরাতে এসপি তারিকুল বলেন, গত ৭ মার্চ টেকনাফের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা মো. মোহছেনের মেয়ে নুর নাহার আত্মীয়তার সুবাদে বেড়াতে আসে কক্সবাজার শহরের কলাতলি এলাকার মোহাম্মদ হোসেনের বাসায়। পরদিন ৮ মার্চ নুর নাহার চলে যায়।
” কিন্তু নুর নাহার চলে যাওয়ার পর থেকে শিশু শাহিনা আক্তার আখি’র খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ নেয়ার পরও সন্ধান না পেয়ে ৮ মার্চ রাতে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে। “
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ” নিখোঁজ হওয়ার পরদিন ৯ মার্চ অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে নিখোঁজ শিশুর পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। এ বিষয়টি পুলিশকে অবহিত করা হলে কৌশলে ফাঁদ পাতা হয়। পরে বুধবার দুপুরে টেকনাফের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর একটি দল জনৈক নুর নাহার’র বসত ঘর থেকে শাহিনা আক্তার আখিকে উদ্ধার করা হয়। “
উদ্ধার হওয়া শিশুকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসপি তারিকুল।
এপিবিএন এর এ কর্মকর্তা জানান, উদ্ধার শিশুর পরিবারকে কক্সবাজার সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply