শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি : টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে এক রোহিঙ্গা শিশুকে অপহরণ পরবর্তী হত্যাকান্ডের ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান ( এপিবিএন)।
সোমবার রাত সোয়া ৮ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হল, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের মো. আজিমুল্লাহ’র ছেলে রহমত উল্লাহ (২৩) এবং একই ক্যাম্পের সি-ব্লকের রহমত উল্লাহ’র স্ত্রী সানজিদা আক্তার (৩৫)।
গ্রেপ্তাররা পরস্পরের আত্মীয় বলে জানিয়েছে এপিবিএন।
গত ২ মার্চ সকালে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের নিজ ঘরের পাশ থেকে নিখোঁজ হয় শাহিনুর আক্তার নামের ৮ বছর বয়সী এক রোহিঙ্গা শিশু। পরে নিখোঁজের তিনদিন পর গত ৫ মার্চ বিকালে ক্যাম্পটি সংলগ্ন পাহাড়ী এলাকা থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে এপিবিএন। এসময় শিশুটির একটি হাতও শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।
এসপি তারিকুল বলেন, রোহিঙ্গা শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক কিছু তথ্য পায় এপিবিএন। এছাড়া নিহত শিশুর পিতা-মাতার দেয়া তথ্য মতে সোমবার রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন এর একটি দল।
” এতে নিজেদের বসত ঘর থেকে অপহৃত শিশুকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা পরস্পরের আত্মীয়। “
গ্রেপ্তারদের টেকনাফ থানায় দায়ের হত্যা মামলায় আসামী দেখিয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।
.coxsbazartimes.com
Leave a Reply