শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি : হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন গ্রামের প্রবীন হোমিও চিকিৎসক ডাঃ কালীপদ শীল চিকিৎসা সেবায় নিয়োজিত থেকে জনগনের সেবা করেছেন আজীবন। মানুষকে সুস্থ সবল রাখার প্রত্যয়ে কাজ করেছেন। নাম যশ খ্যাতি সব কিছুই ছিলো তাঁর। কিন্তু তিনি আজ নেই। এভাবে চলে যেতে হয় সবাইকে। মৃত্যু অমোঘ সত্য। এই সত্যের সাথে আলিঙ্গন করে তিনি ২০২০ খ্রিষ্টাব্দের ৬ মার্চ সবাইকে ছেড়ে ইহধাম ত্যাগ করেছেন। আজ ৬ মার্চ ২০২১, শনিবার তাঁর ১ম মৃত্যু বার্ষিকীতে মানসিক রোগিদের মধ্যে খাবার বিতরণ করে মৃতের বিদেহী আত্মার শান্তি কামনায় ব্রতী হয়েছেন তাঁর পরিবার।
মানসিক রোগিদের তহবিল (মারোত) টেকনাফ কেন্দ্রীয় কমিটির নিয়মিত আয়োজনের ২১৪ তম খাবার বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল। সংগঠনের সভাপতি আবু সুফিয়ানের সার্বিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে খাদ্য বিতরণের সমগ্র আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা সাইফুল হাকিম,সহ সভাপতি ঝুন্টু বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া, আইসিটি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী,অর্থসম্পাদক আজিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন, চিকিৎসা বিষয়ক সম্পাদক কৃষ্ণ চন্দ্র নাথ, বস্ত্র বিষয়ক সম্পাদক এমদাদুল করিম রনি, সিনিয়র সদস্য নুরুল ইসলাম, অনিমেষ বড়ুয়া, মাজেদ,হারুনুর রশীদ প্রমুখ।
এ প্রসঙ্গে মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল বলেন, মানবতার কল্যাণে মারোত এগিয়ে চলেছে। মারোতের নিরলস কর্মিরা মানসিক রোগিদের সেবায় নিয়োজিত থেকে তাদের অন্ন,বস্ত্র, শীতকাপড়, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা ২৮ জন মানসিক রোগিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। অসহায়, ছিন্নমূল, ভবঘুরে মানসিক রোগিদের জন্য এ ধরনের কর্মসূচি খুবই বিরল। টেকনাফ উপজেলায় স্বেচ্ছাসেবি সংগঠন মারোত এ কাজগুলো দীর্ঘদিন যাবত করে যাচ্ছে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে। বিত্তবানরাও যদি এ কাজে এগিয়ে আসেন তবে মারোত আরও বলিষ্ঠ শক্তিতে কাজ করতে পারবে। শেষে ডাঃ কালীপদ শীল এর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
.coxsbazartimes.com
Leave a Reply