শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে এক নারীকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার পুলিশের ৩ সদস্যের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হলেও আদালত এ আদেশ দেন।
গ্রেফতার তিন পুলিশ সদস্য হলেন এসআই নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। এরা সকলেই কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।
মঙ্গলবার বিকালে ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেফতার পুলিশের এসআই সহ ৩ সদস্যকে আদালতে নেয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেন ২ দিনে রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবারই তাদের রিমান্ডে নেয়া হবে বলে জানিয়েছেন কোর্ট পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, সাদা পোশাক পরা পুলিশ সদস্যরা এ ঘটনায় সংঘটিত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্ত করে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বরখাস্ত করে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট আগের সংবাদ : গ্রেফতার ৩ পুলিশকে আদালতে নেয়া হল : ৫ দিনের রিমান্ড আবেদন
.coxsbazartimes.com
Leave a Reply