শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় দুটি বস্তার ভেতর থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার ভোররাতে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল হক। তিনি বলেন, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,সমুদ্র পথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান শাহপরীরদ্বীপ সংলগ্ন এলাকা দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানচলাকালীন সময় শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় বস্তাসহ তিন জন লোককে দেখতে পাওয়া যায়। তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাদেরকে টর্চ লাইটের আলোর মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়।তারা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা দুটি বস্তা ফেলে দিয়ে সমুদ্র সংলগ্ন ঝাউবনের মধ্যে পালিয়ে যায়। পরে উক্ত এলাকা তল্লাশী চালিয়ে ফেলে যাওয়া বস্তা দুটি উদ্ধার করতে সক্ষম হয়। বস্তা দুটি খুলে গণনা করে২লাখ৭৯হাজার ৬০০পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো বলেন, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply