শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
সমকাল : গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার এবং শুক্রবার মশাল মিছিল থেকে গ্রেপ্তার করা সাতজনের মুক্তি দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছে বামপন্থী সংগঠনগুলো।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরা সোমবার এই কর্মসূচি পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনগুলোর নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে বেলা ১২টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে সচিবালয় মোড়ে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ অবস্থায় সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান তারা।
গত শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র জোটের ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া একই দাবিতে ৩ মার্চ আম-জনতার ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ পদযাত্রা কর্মসূচিও রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply