বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

যাত্রিবাহি বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় যাত্রিবাহি বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছে।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকাল ৬ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হল, চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২২) এবং পেকুয়া উপজেলার শিলখালী এলাকার চান মিয়ার ছেলে আবু তালেব (৪০)।

আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

তবে নিহত ও আহতরা সকলে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির যাত্রি বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে উপ-পরিদর্শক সিরাজুল বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলাম নগর এলাকায় কক্সবাজারমুখি যাত্রিবাহি এনা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

” দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক ঘটনাস্থলে নিহত এবং ৮ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। “

হাইওয়ে পুলিশের এ উপ-পরিদর্শক জানান, দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারি পালিয়ে গেছে।

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সিরাজুল।

এদিকে শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় মালবাহি ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত এবং অপর একজন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888