বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি : আজ ১৮ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ। হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন গ্রামের রবীন্দ্র আবীরের পুত্র অংকিতের জন্মদিন। টেকনাফে মানসিক রোগিদের তহবিল (মারোত) মানবতার সেবক হিসেবে কাজ করে জেনে সেও অংশীদার হলো মানব সেবার মহৎ কর্মযজ্ঞে। সমাজের অবহেলিত জনগোষ্ঠী বলতে যা বুঝায় তার চেয়েও অধিক অবহেলিত জনগোষ্ঠী মানসিক রোগিরা। সেই বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার নিমিত্তে যারা অগ্রগামী তাদের সাথে একাত্মতা ঘোষণা করে অংকিত এর তৃতীয় জন্মদিন পালিত হচ্ছে মানসিক রোগিদের মধ্যে খাবার বিতরণ করার মাধ্যমে। এ যেন এক মহা আনন্দ। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন যোগানোর মধ্যে যে আনন্দ উল্লাস তা অংকিত ছোট বেলা থেকেই উপলব্ধি করতে পারবে। সেবার মনোভাব নিয়ে গড়ে উঠবে তার আগামী ভবিষ্যত।সুন্দর মনোবৃত্তি তীব্র আগ্রহে অনাবিল আনন্দ উপভোগ করতে চায় প্রতিটি মানুষ। এক একজনের আনন্দ এক এক রকম। ভিন্ন আঙ্গিকে নতুন পদক্ষেপে জন্মদিন পালন করে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখার চেষ্টা অব্যাহত থাকুক।
অংকিতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল বলেন, প্রত্যেক মানুষের জীবনে জন্মদিন আসে।এইদিনটাকে কয়জনইবা সফল ভাবে উদযাপন করতে পারে। যারা ব্যয়বহুল আয়োজন না করে একটি সুন্দর সাবলীল অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করতে পারাটাও কম সৌভাগ্যের ব্যাপার নয়।
তিনি আরো বলেন,যারা অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে, বঞ্চিত মানুষ কে বাঁচিয়ে রাখতে নিজেকে নিয়োজিত রাখে তারাইতো প্রকৃত মানুষ।
মারোত সভাপতি আবু সুফিয়ান বলেন, মানসিক রোগিরাও এদেশের সু-নাগরিক। নিয়তির পরিহাসে তারা আজ মানসিক রোগি। আমাদের দৃঢ় বিশ্বাস তারা একদিন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হবে। তিনি আরো বলেন, করোনাকালীন লকডাউন থেকে শুরু করে আজ পর্যন্ত ২০৪ তম দিবসের রান্না করা খাবার মানসিক রোগিদের মধ্যে বিতরণ করেন মারোতের কর্মীগণ।
উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল , উপদেষ্টা সাইফুল হাকিম, সভাপতি আবু সুফিয়ান,সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া,সাধারণ সম্পাদক রাজু পাল, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া, আইসিটি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, অর্থ-সম্পাদক আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন, সিনিয়র সদস্য নুরুল ইসলাম, হারুনুর রশিদ, মাজেদ, অনিমেষ বড়ুয়া প্রমুখ।
.coxsbazartimes.com
Leave a Reply