বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সমুদ্র পথে আসা ১৪ লাখ ইয়াবা সহ ২ জনকে আটক করল ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের চৌফলদন্ডী ঘাট থেকে সমুদ্র পথে পাচার হয়ে আসা ৭ বস্তা ভর্তি ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় আটক করা হয়েছে ২ জনকে। জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিও।

মঙ্গলবার বেলা আড়াই টার দিকে এ অভিযান চালানো।

এতে আটকরা হলেন, কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ার ছড়া মো. নজরুল ইসলামের পুত্র মো. জহিরুল ইসলাম ফারুক (৩৭) ও একই এলাকার মো. মোজ্জাফরের পুত্র মো. বাবু (৫৫)।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান চালায়। অভিযানে ১৪ লাখ ইয়াবা সহ ২ জনকে আটক করা সম্ভব হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি জানান, এ চালানটি কক্সবাজারের সর্ব বৃহৎ ইয়াবার চালান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888