বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

উখিয়ায় দুর্বৃত্তের আগুনে সরকারি প্রকল্পের অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

উখিয়া প্রতিনিধি : উখিয়ার পালংখীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল সরকারের ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের’ ‘নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের ৫০ লাখ টাকার মালামাল। এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উখিয়া থানা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।

৫ ফেব্রুয়ারী (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে একদল দুর্বৃত্ত আগুন দিয়ে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অর্ধকোটি টাকার বিভিন্ন মালামালে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

ঠিকাদারী কাজে নিয়োজিত আনোয়ার হোসেন জানান, প্রকল্প কাজে বাধা দেওয়ার জন্য ইতি পূর্বে যারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তারাই রাতের আধারে এ ঘটানা ঘটিয়েছে।

পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মঞ্জুর জানান, ঘটনাটি অস্পষ্ট কে বা কারা এঘটনাটি ঘটিয়েছে তার অধিকতর তদন্ত করা প্রয়োজন। যেন প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসে।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে কিছু কুচক্রি মহল এ নেক্কার জনক ঘটনা ঘটিয়েছে।

সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলী মো. শাকিল জানান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উখিয়া থানায় এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যেন জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার এমদাদুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ঠিকাদারের দেওয়া তথ্যমতে সেখানে ৫০লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কিন্তু আমাদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা হয়নি।

উখিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আল আমিন বিশ্বাস এর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের মালামালে আগুন দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের নিকট থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে সরজমিন পরিদর্শন করেছি। তবে এখনও প্রকৃত ঘটনায় কারা জড়িত রয়েছে তা জানা যায়নি। অধিকতর তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, নিরাপদ পানি সরবরাহের মালামাল পুড়ে দেওয়ার ঘটনায় ঠিকাদারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদর নিকট ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার ব্যাপারে আমরা অবগত আছি৷ তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888