শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ

টেকনাফ স্থলবন্দরে গত মাসে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

ফরহাদ আমিন, টেকনাফ: টেকনাফ স্থল বন্দরে গত জানুয়ারি মাসে ৮কোটি ২৯লাখ৭৪হাজার১৫৬টাকা রাজস্ব আদায় হয়েছে।যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৬কোটি৩১লাখ৭৪হাজার১৫৬টাকার রাজস্ব অর্জিত হয়নি।

৩ফেব্রুয়ারি বুধবার বিকেলে রাজস্ব আদায়ের এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা গৌরাঙ্গ ভট্টাচার্য্য।তিনি বলেন,২০২০-২১অর্থ বছরের গত জানুয়ারি মাসে১৬১টি বিল অব এন্ট্রির মাধ্যমে৮কোটি ২৯লাখ৭৪হাজার১৫৬ টাকা রাজস্ব আদায় হয়েছে।গত জানুয়ারি মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)কর্তৃক মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়১৯কোটি৮লাখ টাকা।যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৬কোটি ৩১লাখ৭৪হাজার১৫৬টাকার রাজস্ব অর্জিত হয়নি।এতে মিয়ানমারের পণ্য আমদানি হয়েছে১৭কোটি৭৪লাখ৩৪হাজার৪৮৮টাকার।

এছাড়া গত মাসে শাহপরীরদ্বীপ করিডোরে ৫হাজার৫৯১টি গরু,২১৯টি মহিষ আমদানি করে২৯লাখ ৫হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

অপরদিকে মিয়ানমারে রফতানি হয়েছে ৪৪টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে২কোটি৩০লাখ৩১হাজার৭২৪টাকার দেশি পণ্য।

তিনি আরো বলেন,গত জানুয়ারি মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি কম হওয়ায় টার্গেটের চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888