মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজায় আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ : ইজরায়েলি পণ্যের সাইন বোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর রামুতে দুইটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নারীর জমি দখলে নিতে কৃষকদল নেতা পরিচয়ে ভোর রাতে হামলা, ভাংচুর ও গুলি বর্ষণ; আটক ১ হজ্ব যাত্রীদের হয়রানী করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ধর্ম উপদেষ্টা চকরিয়া কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ, শিক্ষকদের কর্মবিরতি মিয়ানমার অভ্যন্তরে ‘তোঁতার দিয়া’ সীমান্তেমাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন উখিয়ায় ‘জমি বিরোধের জেরে’ সংঘর্ষে জামায়াত নেতা সহ নিহত ৩, আটক ৪ টেকনাফে আবারও দুইজনকে অপহরণ; ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১ উখিয়ায় ‘জমি বিরোধের জেরে’ সংঘর্ষে জামায়াত নেতা সহ নিহত ৩

টেকনাফে অস্ত্র ও কার্তুজ সহ আটক ১

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের মৌলভীবাজার এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ এক যুবককে আটক করেছে র‍্যাব১৫।
বুধবার বিকেলে হ্নীলা ইউপি মৌলভীবাজার এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ তাকে আটক করা হয়।আটক হলেন,হ্নীলা ইউপি নাইক্যংখালী মৌলভীবাজার এলাকার দুদু মিয়ার ছেলে মোঃ ফরহাদ(২১)।বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সহকারী পরিচালক(মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউপি মৌলভীবাজার সাহাবুদ্দিন অটোপাটস এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর কতিপয় মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতের দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি সচল ওয়ানশুটারগান,দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে যে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলাবারুদ সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888