মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

কক্সবাজার জেলার নবম থানার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার নবম থানা হিসাবে উদ্বোধন করা হলো সদরের ‘ঈদগাঁও থানা’। বুধবার (২০ জানুয়ারী) দুপুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই নতুন থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ।

বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ,আইজিপি ড. বেনজীর আহমদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনের একটু উত্তরে ইসলামাবাদ ইউনিয়নের তুলাতলী’র বর্তমান তদন্ত কেন্দ্রকে থানায় রূপান্তর করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলার ভৌগোলিকভাবে ৫ টি ইউনিয়ন যথাক্রমে জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও, ইসলামপুর ও পোকখালী ইউনিয়ন নিয়ে ঈদগাঁও থানা গঠিত হল।
নবগঠিত ঈদগাঁও থানাসহ কক্সবাজার জেলায় থানার সংখ্যা এখন ৮টির স্থলে ৯টি।

উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের স্থানীয় জনগণসহ পর‌্যটকদের নিরাপত্তা বিধানে সব ধরণের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে আইন-শৃংখলাবাহিনী কঠোরভাবে তৎপর রয়েছে সর্বদা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888