বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন. কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছেন।
মন্ত্রী বৃহস্পতিবার দোহাজারী – কক্সবাজার হয়ে রামু- গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য কক্সবাজারে আইকনিক রেলস্টেশন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমীন ডলি, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, রেলপথ সচিব মো: সেলিম রেজা, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ,প্রকল্প পরিচালক মো: মফিজুর রহমানসহ সংশ্লিষ্ট করর্মকর্তারা বক্তব্য রাখেন।
এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ রেলওয়ের উর্ধতন কর্মকর্তা,পদস্থ সরকারি কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে আইকনিক রেলস্টেশন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কারর্য্যক্রম উদ্বোধন করেন এবং প্রকল্প এলাকা ঘুরে দেখেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন,২০২২ সালের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছে আজ।
.coxsbazartimes.com
Leave a Reply