মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের বাহারছড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে ১৪৪টি পরিবারের ৬৭০ রোহিঙ্গা নাগরিককে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার শামলাপুর ২৩নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে উখিয়ার ২০নম্বর শরণার্থী ক্যাম্পে তাদের স্থানান্তর করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যেতে ইচ্ছুক,এমন ১৪৪টি পরিবারের ৬৭০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে বুধবার স্থানান্তর করা হয়।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের (আরআরআরসি) মাধ্যমে এ স্থানান্তর কার্যক্রম শুরু হয়।
বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন,সরকার পর্যটন এলাকা ও টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনা করে বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবির বন্ধের পদক্ষেপ নিয়েছে।এ জন্য এই শিবিরের রোহিঙ্গাদের অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছেন।প্রথম দফায় নয়টি বাস ও চারটি ট্রাকে করে১৪৪টি পরিবারের ৬৭০রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে।
বাহারছড়ার শামলাপুর ২৩নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী সচিব পুলক কান্তি চক্রবর্তী বলেন, সরকারের নির্দেশনায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বাহারছড়ার শামলাপুর ক্যাম্পটি খালি করে রোহিঙ্গাদের উখিয়াসহ অন্য ক্যাম্পে নেয়া হচ্ছে।
.coxsbazartimes.com
Leave a Reply