শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে অবৈধ ইটভাটা বন্ধে অবশেষে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকালে কক্সবাজারের রামু থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে এনআর ব্রিকস, মেমার্স বায়জিদ ব্রিকস, হক ব্রিকস নামের ৩ টি ইটভাটা ভেঙ্গে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্টেট সাদিকুর রহমান সবুজ। তিনি জানান, পরিবেশ ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে কক্সবাজারেও অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে স্থানীয় পরিবেশ অধিদপ্তর, র্যাব, পুলিশ ও ফায়ার ব্রিগেড এর সদস্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের ১০৫ টি ইটভাটার মধ্যে ৬২ টি অবৈধ বলে জানান সংস্থাটি।
.coxsbazartimes.com
Leave a Reply