সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
কাইছার সিকদার, কুতুবদিয়া : কক্সবাজারের সমুদ্র বেষ্টিত দ্বীপ কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ মুরালিয়ার বেড়িবাঁধ সংলগ্ন গ্রামের পানি নিস্কাশনের একটি পুরোনো পুল (সারফেইস বক্স) বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌষুমে এলাকার প্রায় ৫০একর কৃষি জমি, একটি মসজিদ ও কম পক্ষে অর্ধশতাধিক বসতবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ার আশংকায় শঙ্কিত গ্রামবাসি৷ ইতি মধ্যে ২০একরের মত জমি পানিতে ডুবে থাকায় চলতি শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি বলে জানান এলাকার ভুক্তভোগী কৃষকরা।
কামরুল আহসান নামে একজন এলাকার বাসিন্দা জানান, বিগত চার যুগ আগে আশেপাশের সংশ্লিষ্ট এলাকার পানি নিস্কাশনের জন্য লাগোয়া বেড়িবাঁধের মধ্যদিয়ে তৈরি করা হয়েছিল এই ছোট কালবার্ট পুলটি৷ এতদিন অপর্যাপ্ত ভাবে কোন রকমে পানি চলাচলে কৃষি জমি ও ঘরবাড়ি রক্ষা পেলে ও চলতি বেড়িবাঁধ নির্মাণের কাজের মাটি পড়ে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গেছে বাইরের পাশের মুখ ৷ ফলে শুষ্ক মৌসুমে ও কৃষি জমির একটি উল্লেখযোগ্য অংশ পানিতে ডুবে আছে, আর বর্ষা মৌষুমে কি হাল হতে পারে সেই চিন্তায় শঙ্কিত এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম মুকুলের সাথে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, আমি সরেজমিনে এলাকা পরিদর্শন করে এসেছি এবং চেয়ারম্যানের সাথে এব্যাপারে কথা বলেছি, পানি সরানোর জন্য বর্ষায় একটা কালবার্ট তৈরির পরিকল্পনা আমাদের আছে এবং পরিষদের পক্ষ থেকেই আমরা এর ব্যয় বহন করব৷ এই মূহুর্তে এটা নিয়ে ঝামেলা করতে গেলে আমাদের প্রধান চাওয়া বেরিবাঁধের কাজের অগ্রগতি ব্যাহত হতে পারে৷ আমি এলাকাবাসিকে এ ব্যাপারে শঙ্কিত না হওয়ার অনুরোধ জানাচ্ছি৷
এ ব্যাপারে পাউবোর কুতুবদিয়া উপ- বিভাগীয় প্রকৌশলী অফিসের শাখা কর্মকর্তা মং চাকমার সাথে কথা হলে তিনি জানান, মুরালিয়া এলাকায় পানি নিস্কাশনের একটা নাশির মতো পুল ছিল। বর্তমানে বেড়িবাঁধ মেরামতের কাজ চলমান। এলাকার সুবিধার্থে উর্ধতন কতৃর্পক্ষের অনুমতি নিয়ে পুনরায় পুল বসানো যায়।
.coxsbazartimes.com
Leave a Reply