শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর শ্রীবিজয়া এয়ারের একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। ফ্লাইটে ছয়জন ক্রু ও সাত শিশুসহ অন্তত ৫৬ জন রয়েছেন।
ফ্লাইটটি বোর্নিও দ্বীপের পোন্তিওনা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। খবর আল জাজিরার
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র অদিতা ইরাবতী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকার্তা থেকে উড়াল দেওয়ার চার মিনিট পর ফ্লাইটটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করে। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যায়।
শ্রীবিজয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকারী সংস্থা একটি সার্চ কমিটি গঠন করেছে।
.coxsbazartimes.com
Leave a Reply