শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি : টেকনাফে জেলে সেজে ইয়াবার চালান পাচারকালে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ সদস্যরা। তাদের কাছে থাকা মাছের ঝুড়ি থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃত হলো, নুরুল ইসলাম (৩০) ও জামাল হোসেন (৩৫)।
শনিবার (৯ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে জেলে সেজে ইয়াবার চালানটি পাচার করছে। এমন গোপন সংবাদে পরিদর্শক অপারেশন খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পুলিশ স্থানীয়দের সহতায় সাবরাংয়ের ডেইল পাড়া রাস্তার মুখে অভিযান পরিচালনা করে। এসময় পালিয়ে যাওবার চেষ্টাকালে জেলে নাম ধারী ওই দু’জনকে আটক করে। পরে তাদের কাছে থাকা মাছ ধরার উরি জাল (ফিনি) ঝুড়ির ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানায় ওসি।
.coxsbazartimes.com
Leave a Reply