শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রামু উপজেলার ঈদগড় থেকে এক লাখ ইয়াবা সহ হাফেজ আহমেদ (৩৫) নামে এক সিএনজি অটোরিক্সা চালকককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পাচার কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
শনিবার (৯ জানুয়ারী) সকাল পৌনে ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকা তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়।
আটক হাফেজ আহমেদ বান্দরবানের রুমা উপজেলার রুমকি গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে। তবে তার বর্তমানে বসবাস কক্সবাজার সদরের ঈদগাঁওতে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার ভোররাত থেকে গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়ায় চেকপোস্ট বসানো হয়। তা চলে সকালে সাড়ে নয়টা পর্যন্ত। তারপর ঈদগড় দিক আসা সিএনজিকে থামানো হয়। সেটি তল্লাশীকালে ইঞ্জিন বক্সের ভেতর থেকে ১ লাখ ইয়াবা পাওয়া যায়। পরে সিএনজি চালক হাফেজ আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করে।
এবিষয়ে দুপুরে ব্রিফিংকরেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, আটক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার সাথে আরো কয়েকজন ইয়াবা পাচারে জড়িত। তাদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
.coxsbazartimes.com
Leave a Reply