শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
ইমরান আল মাহমুদ : উখিয়ায় ডায়াবেটিস রোগীদের সুবিধার্তে চালু হচ্ছে শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিক এন্ড কমিউনিটি হাসপাতাল। বাংলাদেশে যেমন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, তেমনি ডায়াবেটিস বৃদ্ধির হারও বেশি। ২০১৯ সালে বাংলাদেশের স্থান শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম। কিন্তু আরও ভয়াবহ তথ্য হলো, ২০৩০ ও ২০৪৫ সালে বাংলাদেশ নবম অবস্থানে থাকবে। পৃথিবীতে বর্তমানে উচ্চ হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ, ভারত ও চীনে।
উখিয়া উপজেলার রুমখাঁপালংয়ে সমাজকল্যাণ অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৪৯কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচ তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধনে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি যথাক্রমে কক্সবাজার জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ আলম। এদিকে হাসপাতাল উদ্বোধন উপলক্ষে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।
স্থানীয় জনসাধারণের চিকিৎসা সেবা আরো একধাপ এগিয়ে নিয়ে হাসপাতাল স্থাপন করায় বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সহ সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্থানীয়রা।
সব ঠিকঠাক থাকলে আগামী ৯ জানুয়ারি উদ্বোধন হবে উখিয়া উপজেলার একমাত্র ডায়াবেটিক হাসপাতাল শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিক এন্ড কমিউনিটি হাসপাতাল।
.coxsbazartimes.com
Leave a Reply