মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

টেকনাফে মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪ জনের পরিচয় মিলেছে

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের হোয়াইক্যংয়ে মাদক কারবারিদের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। এদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এরা হলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলির আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন (২৩), পূর্ব মহেশখালীয়া পাড়ার হাকিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২২), নয়াবাজারে নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৪) ও খারাংখালির আব্দুল ছালামের মোহাম্মদ নাছির (২৩)।

পুলিশের ভাষ্যমতে,নিহত ব্যক্তি ৪জন মাদক ব্যবসায়ী। মাদকব্যবসায়ীরা অভ্যন্তরীণ দ্বন্দ্বে কারণে তাদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ভোরে নাফ নদীর তীর সংলগ্ন উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি এলাকায় দুই দল মাদক কারবারী অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পায় পুলিশ। খবর পেয়ে থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গেলে দুই দল মাদক কারবারীদের মধ্যে গোলাগুলির দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরী অস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ ও ৫০ হাজার ইয়াবা সহ চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি আরো বলেন, লাশ চারটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্র দেব বলেন, হাসপাতালে আনার আগেই চারজন মারা যান। তাদের শরীরের বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে।

সংশ্লিষ্ট আগের সংবাদ : কক্সবাজার সদরে ১ ও টেকনাফে ৪ জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার করুন

One response to “টেকনাফে মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪ জনের পরিচয় মিলেছে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888