শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কুতুবদিয়া উপজেলায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ১৫ শয্যার আইসোলেশন সেন্টারে করোনা রোগীর চিকিৎসাসেবা চললেও সেখানে অক্সিজেন সরবরাহ না থাকায় ঝুঁকির মুখে পড়তে হয় লোকজনকে। করোনা রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সোমবার দুপুরে আইসোলেশন সেন্টারে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে দুই লাখ টাকার অর্থসহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টট্রাস্ট।
সোমবার দুপুরে হাসপাতালের সন্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন।
কোস্ট ট্রাস্ট কুতুবদিয়া ব্যবস্থাপক আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম ও সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. ফজলুল হক।
ফজলুল হক বলেন, কোস্টট্রাস্ট কুতুবদিয়া উপজেলা মানুষের জীবন মান উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। তারই অংশ হিসাবে করোনা রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এ অর্থসয়াহতা দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের করোনা টিম লিডার ডা. জায়নুল আবেদিন প্রমুখ।
.coxsbazartimes.com
Leave a Reply