বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
এরা হলেন- জসীম উদ্দিন (৪২), ওসমান ওরফে রুবেল (২৯), সোলাইমান (৩৫), ইদ্রিস (৫৮) ও আবু জাহেদ (৩৬)।
হাটহাজারি উপজেলার ধোপার দিঘীর পাড় এলাকা থেকে শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরা সিএনজি অটোরিকশা চালক, ফলবিক্রেতা বা যাত্রী বেশে গল্প সাজিয়ে মানুষের সঙ্গে খাতির জমায়। তারপর সুযোগ বুঝে ‘স্বর্ণের বার’ হিসেবে পিতল কিনতে প্রলুব্ধ করেন।
এএসপি তারেক জানান, চক্রটির কেউ কেউ আবার রাস্তায় দাঁড়িয়ে থাকেন। সুযোগ বুঝে নিজেদের ফেলে রাখা একটি পিতলের বার কুড়িয়ে নিয়ে ‘পেয়েছি’ বলে খুশিতে চিৎকার করে। কোন পথচারী প্রলুব্ধ হয়ে তাদের ফাঁদে পা দিলেই সবকিছু খোয়ান।
তাদের কাছ থেকে ৩২টি পিতলের বার, শিরিষ কাগজ, স্ক্রু ড্রাইভার, গহনার বক্স, একটি চিরকুট, হিট সিলসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে ২০১৮ সালের চট্টগ্রাম নগরীতে একই ধরনের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ।
শনিবার গ্রেপ্তার ওসমান দুই বছর আগে সদরঘাট থানা পুলিশের হাতে গ্রেপ্তার চক্রের এক জন সদস্য ছিল বলে জানান এএসপি তারেক।
.coxsbazartimes.com
Leave a Reply