শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
মহেশখালী প্রতিনিধি : সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান বিহীন রাস্তায় বের হওয়া ঠকাতে অভিযান শুরু করেছে মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: জামিরুল ইসলাম। মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়া ১০ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানাও করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার গোরকঘাটা বাজারে যারাই মাস্ক না পড়ে রাস্তায় বের হয়েছেন তাদের জরিমানার আওতায় আনা হয় ।
এসময় মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়ায় দশ জনকে দুইশো টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা এবং মৌখিকভাবে বাকীদের সর্তক করা হয়। একই সাথে এসময় মাস্ক না পড়ে বের হওয়ার অপরাধের শাস্তি বিষয়ে সরকারি আইনী সম্পর্কে সকলকে সচেতন করা হয়।
মো: জামিরুল ইসলাম বলেন, “ সরকার থেকে নির্দেশনা রয়েছে মাস্ক পড়া বাধ্যতামূলক। যেখানে যাবে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা মূলত স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করার কারণে আজ দশ জনকে দুইশো টাকা করে জরিমানা করেছি। আমাদের এই অভিযানটি চলমান থাকবে।
.coxsbazartimes.com
Leave a Reply