শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
সমকাল : সব রেকর্ড ভেঙে একদিনের হিসেবে এবার সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর দিন দেখলো ভারত। দেশজুড়ে মাত্র ২৪ ঘণ্টাতেই শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৭২০ জন, মৃত্যু হয়েছে ১১২৯ জনের।
বৃহস্পতিবার সকালে সরকারি তথ্যের বরাতে এনডিটিভি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
ভারতজুড়ে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের। এর বিপরীতে সুস্থ হয়ে ফিরেছেন ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন।
সরকারি তথ্যমতে, দেশটিতে সুস্থতার হার ৬৩.১৮ ভাগ, যেখানে করোনা পজিটিভ হওয়ার হার ১৩.০৩ ভাগ।
বুধবার সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে ভারতে। এদিন সংগ্রহ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৮২৩ জনের নমুনা। কর্তৃপক্ষ বলছে, সবমিলিয়ে ভারতে দেড় কোটির বেশি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়।এরপর তা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। আক্রান্ত শনাক্ত ও মৃতের হিসেবে যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পরই ভারতের অবস্থান।
করোনার সংক্রমণে ভারতের সবচেয়ে বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। এই রাজ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে তামিল নাড়ু এবং দিল্লি।
.coxsbazartimes.com
Leave a Reply