শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
সাগরের জলরাশি পেয়েছে অযুত হাসি
জেলেরা নামবে আজ জলে
দুই মাস পোনা মাছ সাগরে হয়েছে চাষ
জলে নামা বাধা ছিলো বলে।
সাগরে নামেনি জেলে নৌকাটা ছিলো কুলে
অনাহারে কেটে গেছে দিন
তবুও মনে আশা মাছ হবে পুরো ঠাসা
ভরপুর স্বাদে অমলিন।
এইভাবে ক্ষণ যায় সাগরেও মন যায়
তবু্ও নেয়নি তারা জাল
চেয়ে চেয়ে শুধু দেখা সাগরের সীমারেখা
হাসি খুশি ভরা ছিলো গাল।
আজ বাধা উঠে গেলো জেলেরাও ছুটে গেলো
জালগুলো জড়ো করে হাতে
আমরা সবাই জানি জাল করে টানাটানি
বাঙালিরা থাকে মাছে ভাতে।
আনন্দ উল্লাসে জেলেনিরা আশেপাশে
প্রস্তুতি নিয়ে আছে ঘরে
রাশি রাশি মাছ পেলে কখন আসবে জেলে
মন তার আনচান করে।
অভাবের সংসারে কিভাবে যে আয় বাড়ে
চিন্তা টা করে দিবারাত্রি
সবাই আজ জাগোরে যাবো গভীর সাগরে-
একসাথে , নৌকার যাত্রী।
.coxsbazartimes.com
Leave a Reply