রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন পর্যটক শূন্য। নেই কোলাহল। আছে শুধু সাগরের বড় বড় ঢেউয়ের শব্দ।
কিন্তু বর্ষা মৌসুমে এখন রাজত্ব চালাচ্ছে সাগরের বড় বড় ঢেউ। আর সেই ঢেউয়ের আঘাতে জোয়ারের পানিতে বিধ্বস্ত হচ্ছে সাগরের পাড়ের বাঁধ।
বুধবার (২২ জুলাই) জোয়ারের পানিতে বিধ্বস্ত হয়েছে সৈকতের লাবনী পয়েন্টের বাঁধটি। এতে সবচেয়ে বেশি পর্যটক নামা এই পয়েন্টটি এখন সৌন্দর্যহীন হয়ে পড়েছে।
লাবণী পয়েন্টে চটপটি বিক্রেতা আছাদুজ্জামান বলেন, ‘সাগরে এখন আগ্রাসন চালাচ্ছে। সৈকতের লাবণী পয়েন্টের বাঁধটি হয়েছিল এরশাদের সময়ে। গত কয়েকবছর ধরে বাঁধটি ভেঙ্গে যাচ্ছে।’
বিচ কর্মী শফিউল বলেন, ‘জোয়ারের পানি বেড়ে যাওয়ায় সৈকতের লাবণী পয়েন্টের বাঁধটি ভেঙে গেছে। কয়েকদিন আগে সামান্য ভেঙেছিল। বুধবার (২২ জুলাই) সকালে পুরো বাঁধটি ভেঙে যায়। বিষয়টি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।’
জেলা প্রশাসনের পর্যটন ও প্রটোকল সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ বলেন, ‘বিষয়টি প্রাথমিকভাবে জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে। পরবর্তীতে সবার সাথে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু হবে।’
.coxsbazartimes.com
Leave a Reply