রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
সমকাল : করোনা ভাইরাসের কারণে কয়েকমাস শুটিং বন্ধ থাকার পর আবার শুটিং শুরু হলে কাজে নেমে যান অভিনেতা জাহিদ হাসান। একের পর এক ঈদের নাটকে শুটিং করতে থাকেন তিনি। এবার জানালেন টানা দেড় মাস শুটিং করে এখন অসুস্থ হয়ে পড়েছেন এ অভিনেতা।
সমকাল অনলাইনে সঙ্গে আলাপে অসুস্থের কথা জানান জাহিদ হাসান। জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। তবে করোনাভাইরাসের টেস্ট করালে ফলাফল নেগেটিভ আসে। কিন্তু অসুস্থতাবোধ কারার কারণে চিকিৎসক বিশ্রামে থাকতে বলেছেন জাহিদ হাসানকে।
জাহিদ হাসান বলেন, বাসায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই ঈদের আগে আর অভিনয়ে ফিরবো না। আগে সুস্থভাবে বেঁচে থাকতে হবে, তারপর কাজ।
এদিকে হিমু আকরামের পরিচালনায় ‘গফুর কাকার তরমুজ’ নামের একটি ঈদের নাটকের শুটিং করছিলেন কয়েকদিন আগে। এ নাটকের শুটিং চলাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। ২৬ জুলাই পর্যন্ত তার ঈদের নাটকের শুটিং সিডিউল ছিল। কিন্তু শুটিং আপাতত করা হচ্ছেনা বলেই জানালেন এ অভিনেতা। আপাতত সবার দোয়া চেয়েছেন।
.coxsbazartimes.com
Leave a Reply