রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত

৭১’ আইনজীবী পরিষদের উদ্যোগে জহিরুল ইসলাম স্মরণে শোকসভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : ৭১’ আইনজীবী পরিষদ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে প্রয়াত জননেতা, কক্সবাজার জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার কক্সবাজার জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফায়সাল এর সঞ্চালনায় এ শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৩৯ সালের ১৮ সেপ্টেম্ব^র রোজ সোমবার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে এই খ্যাতনামা আইনজীবী জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি ১৯৮৬ এবং ১৯৮৭ সালে দুইবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৮৯ইং থেকে ১৯৯৫ইং সাল পর্যন্ত পর পর ২বার ৬বছর বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৭০ সালে চকরিয়া-কুতুবদিয়া আসন হতে ১৯৭০এর নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৭৩ এর শেষ ভাগ হতে টানা ১৫ বছরের অধিক কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই খ্যাতনামা আইনজীবী কক্সবাজার জেলা গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন।

উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন, এড: নুরুল হোসাইন নাহিদ, এড: মো: শাহ আলম, এড: জালাল উদ্দিন, এড: মোহাইমিনুল ইসলাম, এড: মহিউদ্দিন, এড: ইফতেখার মাহমুদ মুন্না, এড: নাহিদা খানম কক্সী, এড: এম এ ইনসাফুর রহমান, এড: এস এম হোছাইন মাহমুদ মোশারফ, এড: সাকো আলম, এড: মনির উদ্দিন আজাদ, এড: সামশাদ সুলতানা।

সভার শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন এড: এম এ ইনসাফুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888