শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
বিডিনিউজ: কাশ্মীরের দক্ষিণাঞ্চলে ভারতীয় বাহিনীর অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভোরের দিকে শোপিয়ানের আমশিপোরায় এ অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যরা অংশ নেন বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে।
“এক অভিযানে ৩ জঙ্গি নিহত হয়েছে, তাদের মৃতদেহ একটি গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। জঙ্গিরা ওই গোয়ালঘরেই লুকিয়ে ছিলেন,” বলেছেন এক পুলিশ কর্মকর্তা।
আমশিপোরায় জঙ্গিদের উপস্থিতির তথ্য পেয়েই শনিবার ভোরে ওই অভিযান শুরু হয়। অভিযানের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলিও হয় বলে জানিয়েছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহত তিন জঙ্গির নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে শুক্রবার কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অন্য এক অভিযানে জইশ-ই-মোহাম্মদের এক বিস্ফোরক বিশেষজ্ঞসহ আরও তিন জঙ্গি নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
কাশ্মীরে চলতি বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে প্রায় দেড়শ জঙ্গি নিহত হয়েছে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply