সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
বিডিনিউজ: বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, জাতীয় সংসদের সাবেক হুইপ মো. আশরাফ হোসেন আর নেই।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু ঘটেছে।
আশরাফের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আশরাফ হোসেনের নিকট আত্মীয় জাহিদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দীর্ঘদিন ক্যান্সার ও হৃদরোগে ভুগছিলেন আশরাফ। রাত সাড়ে ৩টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।
বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে আশরাফের জানাজা হয়। কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
খুলনা শ্রমিক অঞ্চলের শ্রমিক নেতা আশরাফ খুলনা-৩ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১-২০০৬ সালে অষ্টম সংসদে আশরাফ হুইপ ছিলেন।
ওয়ান-ইলেভেনের সময়ে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার নেতৃত্বে সংস্কার প্রস্তাব দেওয়ার প্রক্রিয়ায় যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনও তাতে সম্পৃক্ত হন।
পরে মান্নান ভুঁইয়ার সঙ্গে আশরাফকেও বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন আশরাফ।
আশরাফ হোসেন খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতি ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply