মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

নুপা আলম এর দুইটি কবিতা

১. জটিলতা

ইউক্লিডীয় জ্যামিতিতে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক হলে
তুমিও একদিন ‘ লিওনার্দ অয়েলা’র মতো ‘পাই’কে জনপ্রিয় করতে
বিজ্ঞানের শিক্ষার্থীরা বলতো, “‘পাই’ এর মান তিন দশমিক এক চার এক না,
এটার ভিন্ন মান থাকতে পারে; ওটা হৃদপিন্ডে দোলক বসিয়ে শনাক্ত করি।”
পদার্থ বিদ্যার আড়ালে মৌলিক ভরবেগ যতটা প্রগাঢ় প্লাবণ তুলে
ততটা অক্সিজেন প্রয়োজন ছিলো জৈবিক যোজনের আগে ও পরে।

এরপর ব্যাঙ বা পিঁয়াজ দিয়ে ব্যবহারিক ক্লাসে ভীড় ছিলো না
কেবল এক্স এবং ওয়াই এর মিশ্রিত শুক্রাণু-ডিম্বাণু নিয়ে নানা সমীকরণ,
জীব বিদ্যার কাছে পরাজিত ছিলো তাদের কৌশলগত সকল তথ্য
অথচ সেই নীতি-নৈতিকতার বিপরীতে আজও বৈধ হলো না সমবাস
বৈধ করা হলো নিজস্ব বিবেক মুল্যবোধ অথবা মানবিকতা,
ওরা নিজের প্রয়োজনে ফিকাহ্ শাস্ত্রকেই বৈধ ঘোষণা করেছে।

ইদানিং যোগ-বিয়োগের ফলাফল সঙ্গহীন নদীর মতো সরল
এখানে একদিন নদীর জোয়ার ছিলো, ছিলো নৌকা ও নাবিক।

১৬ জুলাই ২০২০, কক্সবাজার।

২. পুরানো গল্প

পলাতক চোখের স্থির দৃশ্যপট এঁকে রাখি মন গহীনে
হৃদপিন্ডের ভেতর বাড়তে থাকে অতিরিক্ত রক্তচাপ
সবুজ ঘাসের কিনারে হেঁটে যেতে চাই- একদিন,
ওই দিন শেওলার জলে বিমুগ্ধ নাগরিক যন্ত্রণায় কাতর
তোমার বসত জুড়ে বৈশাখের হাওয়ায়-হাওয়ায় বুনেছে
গল্পের সূচনা- একদিন এখানে কোন রাজা ছিল।

পুরাতন নদীর কিনারে জল আনতে যেতো বালিকা
সাদা বকের সারি আর বিশ্বাস বদলে দেয়া স্রোত
কোন নকশা এঁকে দিতে পারিনি আমাদের কপালে,
আমরা সহজাত স্বভাবে ভুলে গেছি সব কিছুই
বিশটি বছর পর এসে মনে হতে থাকে ওখানে কিছু ছিলো
কি ছিলো এমন উদ্ভট গল্পের সূচনাটা না করলে?

ইদানিং ঐকিক অংকের প্রতি মনোযোগ বেড়েছে
আমরা বলতে বলতে শিখে গেছি-
বিচিত্র বিশ্বের ক্ষুদ্র মানব বলতে যা শনাক্ত হয়েছে আমরা তাদের কীট।

৯ জুলাই ২০২০, কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888