বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোভিড-১৯: ট্রাম্পের সমালোচনায় জাকারবার্গ

বিডিনিউজ: অন্যান্য অনেক দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের দুর্বল ব্যবস্থাপনার বিষয়টি এখন স্পষ্ট বলে মনে করেন ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গ।

তিনি বলেন, ‘‘আমাদের সরকার এবং প্রশাসন রোগের বিস্তার রোধে যে ব্যবস্থা নিয়েছে তা তেমন কার্যকর হয়নি। ব্যক্তিগতভাব আমার মনে হয় বিষয়টিকে আরো গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন।

‘‘নতুন এই রোগটি নিয়ে আমাদের জানার পরিধি বাড়ছে এবং বিজ্ঞানের দিকনির্দেশনা মেনেই এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদিও এখনও বিজ্ঞানের হাতে এটা নিয়ে যেসব তথ্য আছে তার সবই নির্ভুল নয়।”

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির সঙ্গে ফেইসবুক লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জাকারবার্গ।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর তা প্রতিরোধের কৌশল নিয়ে ড. ফাউচির সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতবিরোধ ছিল স্পষ্ট।

ফাউচির পরামর্শ না মেনে ট্রাম্প নিজের খেয়ালখুশি মত ব্যবস্থা নেওয়ায় দেশটির করোনাভাইরাস পরিস্থিতি এতটা মারাত্মক রূপ নিয়েছে বলে দেশে-বিদেশে ট্রাম্পের তীব্র সমালোচনা চলছে।

ওদিকে, হোয়াইট হাউজ থেকে ফাউচির বিরুদ্ধে ‘উদ্ভট’ সব অভিযোগ গত কয়েকদিন ধরে খবরের শিরোনাম হচ্ছে।

সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। করোনাভাইরাস নিয়ে উল্টোপাল্টা বক্তব্য, আচরণ এবং এ মহামারী নিয়ন্ত্রণে কার্যত ব্য‍র্থ ট্রাম্প এ অবস্থায় বেশ বেকায়দায় পড়েছেন। জনমত জরিপ ট্রাম্পের জনপ্রিয়তা কমার কথা বলছে। জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে ফাউচির।

কোভিড-১৯ সংক্রমণ এবং মৃত্যুতে অনেক আগেই বিশ্বের সব দেশকে পেছনে ফেলা যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার দৈনিক রেকর্ড রোগী শনাক্ত হয়েছে। প্রেসিডেন্টের মতো দেশটির জনগণও এ মহামারীকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মানতে তেমন আগ্রহী নয়।

করোনাভাইরাস আক্রান্ত প্রায় সব দেশের সরকার লকডাউনের বিধিনিষেধ শিথিল করলেও বাইরে মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।

অথচ যুক্তরাষ্ট্রে মাস্ক পরা নিয়ে কিছু ভুল ধারণা চালু আছে। অনেকের ধারণা, মাস্ক পরলে শরীরে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এ নিয়ে ‍নানা ‘মিম’ তৈরি হচ্ছে।মাস্ক পরলে কোনও শারীরিক অসুবিধা হয় কিনা তা নিয়ে জাকারবার্গ জানতে চান ড. ফাউচির কাছে।

ফাউচি বলেন, ‘‘এমনটি একেবারেই নয়। এমন কোনো কিছু এখনও পাওয়া যায়নি। মাস্ক পরলে শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরতে না পারার কোনো কারণ নেই।

‘‘আমি যখনই বাইরে যাই সব সময় মাস্ক পরে থাকি। বিশেষ করে যখন অন্যদের কাছাকাছি থাকি তখন ঠিকঠাক মাস্ক পরা নিয়ে খুব সচেতন থাকি। আমার কোনও অসুবিধাই হয় না। আমি এমনকি দৌড়ানোর সময়ও মাস্ক পরি। মাঝে মাঝে অবশ্য মুখ ঘেমে যায়। সেটা সম্পূর্ণভাবে মাস্ক কি ধরনের কাপড় দিয়ে তৈরি তার উপর নির্ভর করে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888