মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ‘সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ ঝটিকা মিছিল : ৪৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮ মাদক বহনকারি ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যু, ইয়াবাসহ যুবদল নেতা আটক আরাকান আর্মির আটকে রাখা পন্যবাহি অপর জাহাজ ১৬ দিন পর টেকনাফ বন্দরে নেচে-গেয়ে বালুচরে দাঁড়িয়ে সূর্যাস্তে মুগ্ধ বিদেশিরা চলতি বছর সেন্টমার্টিনে শেষ যাত্রা শুক্রবার, এক মাস বাড়ানোর দাবিতে মানববন্ধন সৈকতে ২৪ দিনে ৮৪ কাছিমের মরদেহ কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগ এবং ৫ শিক্ষক ও এক শিক্ষার্থীর শাস্তির দাবি ছাত্রদলের রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র কারবারি আটক ‘গাড়ি চুরির’ অভিযোগে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা : আটক ১

কোভিড-১৯: ভারতে শনাক্ত রোগী ১০ লাখ ছাড়াল

বিডিনিউজ : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৪ হাজার ৯৫৬ নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে। এর আগে ভারতে একদিনে এত বেশি রোগী আর পাওয়া যায়নি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ তিন হাজার ৮৩২ জনে।

কেবল শনাক্তে নয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে মৃত্যুরও রেকর্ড হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে।

এই সময়ে আরও ৬৮৭ জনের মৃত্যুতে দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬০২ জন।

জানুয়ারিতে কেরালায় প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ভারতে রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছাতে সময় লাগল সাড়ে ৫ মাস। এর মধ্যে শেষ এক লাখ শনাক্ত হয়েছে মাত্র ৩ দিনে।

পর্যবেক্ষকরা বলছেন, মার্চে ভারতজুড়ে কঠোর লকডাউন দেয়ার কারণে সংক্রমণের হার ছিল অনেকটাই নিয়ন্ত্রণে। পরের দিকে লকডাউন শিথিলের পর পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা।

ভারতের মধ্যে কেবল মহারাষ্ট্রেই শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ১১ হাজার ১৯৪ জনের।

শনাক্ত রোগী দেড় লাখ ছাড়িয়ে গেছে তামিল নাড়ুতে; দিল্লিতেও সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে এক লাখ ১৮ হাজার।

কর্ণাটকে শনাক্ত রোগী ৫১ হাজার ছাড়িয়ে গেছে; ৪৫ হাজার ৪৮১ রোগী নিয়ে পেছনেই আছে গুজরাট।

ভারতে করোনাভাইরাসে মৃত্যুর তালিকায় মহারাষ্ট্রের পরেই অবস্থান দিল্লি ও তামিলনাড়ুর।  

পশ্চিমবঙ্গেও কোভিড-১৯ এ মৃত্যু হাজার ছাড়িয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত এ রাজ্যে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১১৭ জনে।

সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে দুশ্চিন্তা থাকলেও ভারতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠার হার কর্মকর্তাদের স্বস্তি দিচ্ছে।

দেশটিতে শুক্রবার পর্যন্ত ৬ লাখ ৩৫ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888