মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
রামু প্রতিনিধি : রামুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর ও গেইট নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহষ্পতিবার (১৬ জুলাই) দুপুরে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রামুর সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম।
এসময় উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি নুরুল আলম, সহ সভাপতি আকতার জাহান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বশর মেম্বার, বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিন, যুবলীগ নেতা নবীউল হক আরকান, ক্রীড়া সংগঠক আসাদ উল্লাহ, সাংবাদিক সোয়েব সাঈদ, উপজেলা প্রকৌশল অফিসের কার্য সহকারি আবদুল হান্নান, পরিবহণ শ্রমিকলীগ নেতা ফরিদুল আলম, রেফারি ওমর ফারুক মাসুম, মৈত্রী’০২ এর সদস্য সাখাওয়াত হোসেন লাভলু, বিদ্যালয়ের অফিস সহকারি জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান জানিয়েছেন- পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ১৫ লাখ টাকা ব্যয়ে রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর ও গেইট নির্মাণ কাজ করা হচ্ছে। মানসম্মতভাবে সহসা এ কাজ সম্পন্ন করা হবে।
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম জানিয়েছেন-সামীনা প্রাচীর ও গেইট নির্মাণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে এ কাজ শুরু হওয়ায় তিনি সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
.coxsbazartimes.com
Leave a Reply