শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
বিডিনিউজ: বর্ষীয়ান রাজনীতিক মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের মৃত্যুতে শোক প্রকাশ করে তার স্ত্রীকে ফোন করে সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার জানানো হয়েছে, শেখ হাসিনা শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ ও তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।
শাহজাহান সিরাজের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় শেখ হাসিনা মুক্তিযুদ্ধে শাহজাহান সিরাজের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা পর্বের সাক্ষী শাহজাহান সিরাজ দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মঙ্গলবার মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মুক্তিযুদ্ধের সময় শাহজাহান সিরাজ ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক; তিনি মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখেন।
পরে শাহজাহান সিরাজ জাসদ গঠনে যুক্ত হয়ে দীর্ঘদিন এই দলটিতে ছিলেন। শেষ জীবনে তিনি বিএনপিতে যোগ দেন এবং খালেদা জিয়ার সরকারে মন্ত্রীও হন।
শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজও বিএনপিতে যুক্ত।
.coxsbazartimes.com
Leave a Reply