বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি : মানসিক রোগীদের তহবিল মারোত এর উদ্যোগে আয়োজিত ধারাবাহিক খাবার বিতরণ এর শততম দিবস উদযাপন উপলক্ষে এক সমাবেশ স্থানীয় হাকিম আলি মার্কেটে সংগঠন এর সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, প্রধান বক্তা ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র, প্রথম আলো পত্রিকার টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, টেকনাফ ২৪ টিভির সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, টেকনাফ পিএমএ চেয়ারম্যান শাহ আলম, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাভিশনের প্রতিনিধি আবদুস সালাম, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, মোশাররফ হোসেন, ফারিয়া সেক্রেটারি রফিকুল ইসলাম, মারোত উপদেষ্টা সাইফুল হাকিম, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, সেক্রেটারি রাজু পাল, জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন ভুইয়া, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন প্রমুখ।
সভায় বিগত ৯৯ দিনের কর্মজজ্ঞে যারা নিয়মিত অবদান রেখেছে তাদের মধ্যে থেকে তিন ক্ষুদে কর্মী অরিন পাল প্রত্যয়, মারুফ হাসান মুন্না, অন্বেষা পাল রিয়া ও হারুনর রশীদ এর হাতে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তাগণ মানসিক রোগীদের মাঝে ধারাবাহিক তৈরি খাবার বিতরণ একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মারোত এর উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরে ১০০ তম দিবসের রান্না করা খাবার বিতরণের শুভ সূচনা করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম বলেন মারোত একশ দিন যাবৎ মহৎ উদ্যোগ গ্রহন করে যে সামাজিক দায়িত্ব পালন করেছে তা প্রশংসার দাবিদার।
.coxsbazartimes.com
Leave a Reply