বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
সমকাল : অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আসর বসছে না সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও আসেনি। টি-২০ বিশ্বকাপ স্থগিত হলে পরবর্তী এটা কিভাবে আয়োজন করা হবে সে রূপরেখা তৈরি করেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করবে আইসিসি।
সেজন্য বিশ্বকাপ স্থগিতের ঘোষণা আসতে দেরি হচ্ছে বলে এর আগে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন। সেই সিদ্ধান্ত আগামী সপ্তাহেই আসতে পারে। সংবাদ সংস্থা এএনআই’কে এমনটাই জানিয়েছেন আইসিসির একটি সূত্র। তবে ওই সভা আগামী সপ্তাহের কবে বসতে পারে তা নিশ্চিত করা হয়নি।
সূত্র এএনআই’কে জানিয়েছে, আইসিসির সভা কবে বসবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে আগামী সপ্তাহেই তা বসতে পারে। তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।’ ওই সভার এজেন্ডা যেমন আইসিসির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, বিশ্বকাপের সিদ্ধান্ত কী হবে এমন প্রশ্নে সূত্র জানায়, এখনও পূর্ণ এজেন্ডা ঠিক হয়নি, তবে টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে।
আগামী অক্টোবরে-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবকিছু আটকে গেছে। বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দেশের অনেকই এখনও করোনা প্রাদুর্ভাব মোকাবিলা করতে পারেনি। তারপরও কোয়ারেন্টাইন শর্ত মেনে বিশ্বকাপ আয়োজনের পরামর্শ দিয়েছেন অনেকে।
কিন্তু অস্ট্রেলিয়ায় ক্রিকেটারদের এই মিলন মেলা বসিয়ে কেউ করোনা আক্রান্ত হলে ক্রিকেট বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়বে আশঙ্কা অনেকের। অক্টেবরের টি-২০ বিশ্বকাপ স্থগিতের ঘোষণা আসলে ভারত ওই সময়ে আইপিএল আয়োজনের কথা ভাবছে। আইপিএলও ক্রিকেটারদের বড় মিলন মেলা। পার্থক্য কেবল বিশ্বকাপ ১৬ দলের আইপিএল আট দলের।
.coxsbazartimes.com
Leave a Reply