শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা লুট করেই ৬ ট্রলার সহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে ‘মিয়ানমারের নৌবাহিনী’ রোহিঙ্গা ক্যাম্পে ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের কাব্য সংকলন ‘বিশ্বাসের পঙক্তিমালা’র মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি : রামুতে তরুণ লেখক ও ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের প্রথম কাব্য সংকলন ‘‘বিশ্বাসের পঙক্তিমালা’ মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রামু চৌমুহনীস্থ কবি কাজী মোহাম্মদ আলীর অফিস কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন কবি, লেখক, সাংবাদিকরা।

রামু লেখক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন- সাহিত্য কেবল মনের খোরাক জোগায় না, মনুষ্যত্বের বিকাশও ঘটয়। বহুমুখি প্রতিভার অধিকারী হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের কাব্য সংকলন ‘বিশ্বাসের পঙক্তিমালা’ এমনই একটি অনবদ্য সাহিত্যকর্ম। এখানকার প্রতিটি কাব্যে ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম, প্রকৃতির রূপ-বৈচিত্র, গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য, সমাজ ও জনকল্যাণের মূল আহবান ফুটে উঠেছে।

রামু লেখক ফোরামের উপদেষ্টা, প্রাবন্ধিক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করেন, কাব্য সংকলন ‘বিশ^াসের পঙক্তিমালা’র রচয়িতা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। কুরআন তিলাওয়াত করেন-সাহিত্যকলির নির্বাহী সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু।

রামু লেখক ফোরামের সহ-সভাপতি, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান।

এতে আলোচনায় অংশ নেন-সংগঠনের উপদেষ্টা, গবেষক আলেমেদ্বীন মাওলানা আ. হ. ম নূরুল কবির হিলালী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হোসাইন আহমদ আনছারী, লেখকের বাবা সমাজ সেবক নূরুল আমিন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা কাযী এরশাদুল্লাহ, রম্য আলো সম্পাদক এস. মোহাম্মদ হোসেন, চিন্তন সম্পাদক, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ হাসান, ছড়ুয়া সম্পাদক, সাংবাদিক সোয়েব সাঈদ, এনএস আই কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ রোবায়েদ,লেখক ফোরামের সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রাজারকুল আসমা ছিদ্দিকা র. মাদ্রাসার পরিচালক মাওলানা জায়নুল আবেদীন, রামু লেখক ফোরামের অর্থ সম্পাদক মাওলানা দিদারুল আলম, প্রচার সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, লম্বরীপাড়া আলোর দিশারী যুবপরিষদের অর্থ সম্পাদক হোসাইন মোহাম্মদ (জনি), নবীন লেখক শফিকুল ইসলাম, আব্দুল্লাহ হোসাইনী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ‘বিশ্বাসের পঙক্তিমালা’র মোড়ক উন্মোচন করেন।

উল্লেখ্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর তরুণ আলিম, সম্ভাবনাময়ী লেখক। তাঁর জন্ম কক্সবাজার জেলার প্রাচীন জনপদ রামু উপজেলার লম্বরীপাড়া গ্রামে। শৈশব থেকেই অনেকটা স্বভাবজাতভাবেই লেখক প্রাতিষ্ঠানিক সিলেবাসের পাশাপাশি বিভিন্ন বই-পুস্তক, পত্র-পত্রিকা পাঠ, লেখালেখি ও সাহিত্য চর্চা তাঁর দৈনন্দিন রুটিনের অংশ হয়ে পড়ে। রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার আল-আজিজ দেয়ালিকা ও সাংগঠনিক সংবাদ লিখন হয়ে উঠে তাঁর লেখালেখির সোপান। রামু লেখক ফোরামও তাঁর বহুদিনে লালিত স্বপ্ন-সাধনার ফসল। এ পর্যন্ত আঞ্চলিক, স্থানীয়, জাতীয় পত্রিকা থেকে শুরু করে সমাদৃত বিভিন্ন সাপ্তাহিক ম্যাগাজিন, সাময়িকী ও স্মারকে লেখকের উল্লেখযোগ্য সংখ্যক প্রবন্ধ-নিবন্ধ, জীবনীমূলক রচনা, কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর হাতে রামু লেখক ফোরামের শিশু-কিশোর সাহিত্য সাময়িকী “পুষ্পকলি”সহ বেশ ক’টি সাহিত্য সাময়িকী ও স্মারক সম্পাদিত হয়েছে।

” বিশ্বাসের পঙক্তিমালা” তাঁর প্রথম কাব্য সংকলন। প্রকাশের পথে তাঁর প্রবন্ধ-নিবন্ধ সমগ্র ও মণীষা জীবন। বর্তমানে লেখক কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক, রামু লেখক ফোরামের সভািপতি হিসেবে দায়িত্বরত আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888