রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
মহেশখালী প্রতিনিধি : মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরের পূর্ব ভিটার চ্যানেলে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট শাহ জিয়া।
তবে সন্দেহজনক লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ স্টেশন কর্মকর্তা।
লেফটেন্যান্ট শাহ জিয়া বলেন, রোববার ভোরে সোনাদিয়া সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলারে অস্ত্র মজুদের খবরে কোস্টগার্ডের একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে ছোট একটি মাছ ধরার কাঠের নৌকায় সন্দেহজনক ৩/৪ জন লোককে দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।
“ এসময় নৌকায় থাকা লোকজন লাফ দিয়ে পানিতে সাঁতরিয়ে প্যারাবনের ভিতর দিয়ে সোনাদিয়া দ্বীপে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশী করে পাওয়া যায় ৫ টি দেশিয় তৈরী বন্দুক ও ৫ টি গুলি” বলেন, কোস্টগার্ডের এ স্টেশন কর্মকর্তা।
শাহ জিয়া জানান, এ ব্যাপারে মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply